শনিবার, ০১ জুন, ২০২৪
ঢাকা শনিবার, ০১ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে ঝুঁকিপূর্ণ কলেজভবনে চলছে অফিস কার্যক্রম 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে ঝুঁকিপূর্ণ কলেজভবনে চলছে অফিস কার্যক্রম 

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বাউরিয়া ইউনিয়নে মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অফিস ও আনুষাঙ্গিক কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে, প্রতিষ্ঠানটিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য সন্দ্বীপের নানা প্রান্ত থেকে আসে শিক্ষার্থীরা। 

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে মাত্র তিনটি ভবনে এইচএসসি, ডিগ্রি, অনার্স মিলে প্রায় এক হাজার পাঁচশ শিক্ষার্থী পোড়াশোনা করছে। এর মধ্যে আবার দুটি ভবন খুবই ঝুঁকিপূর্ণ। যেকোন সময় ধসে পড়ার আশংকা রয়েছে। তরপরও চালানো হচ্ছে শ্রেণি পাঠদান ও অফিস কার্যক্রম।

ভবনগুলো ঘুরে দেখা গেছে, কলেজের প্রবেশ পথে ডান পাশে পুরান ভবনের দেয়াল এবং ছাদের অনেক স্থানে ফাটল ধরেছে। সিঁড়ি বেয়ে উঠতে ছাদের অনেকাংশ খসে পড়ে রড বের হয়ে গেছে। 

এছাড়াও ভবনের পিলারের মধ্যে ফাটল চোখে পড়েছে। তিনটি ভবনের মধ্যে ১টি ৩ তলা পুরাতন ভবন। কলেজের প্রবেশ পথে যার মধ্যে ১ তলা পুরান ভবনটি এবং ২ তলা ভবনটি ও ঝুঁকিপূর্ণ। কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ বলেন এখন আমাদের অফিস কার্যক্রম ও বাসস্থানের আর কোন ভবন নেই তাই ঝুঁকিতে থাকতে হবে।
 
সাবেক এমপি মুস্তাফিজুর রহমান ১৯৮৮ সালে নিজ অর্থায়নে এ কলেজটি প্রতিষ্ঠা করেন, ১৯৯৪ সালে কলেজটি এমপিওভূক্ত হয়, ১৯৯৮ সালে ডিগ্রি কার্যক্রম শুরু হয়, ২০১৭ সালে অনার্স কোর্স চালু হয়। 

২০১৮ সালে ৪তলা বিশিষ্ট মোহছেনা রহমান একাডেমিক ভবন নির্মাণ করা হয়, যেটি আইসিটি কার্যক্রম চলছে। কলেজে বর্তমানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ বিভিন্ন বিষয়ের অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ ৩৯জন শিক্ষক কর্মচারী রয়েছে।

টিএইচ